৩য় অধ্যায়
শূন্যস্থান পূরণ করো
১। পানি দূষণের ফলে ______ খাদ্য শৃংখল এর ব্যাঘাত ঘটছে
২। মানুষের কর্মকান্ড পানি ______ প্রধান কারণ
৩। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে হচ্ছে ______
৪। পানি খাদ্য ______ সাহায্য করে
৫। প্রাণী পানি ______ করে
৬। ______ জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়
৭। উদ্ভিদ খাদ্য তৈরিতে ______ ব্যবহার করে
৮। ______ ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না
৯। পানি উদ্ভিদের দেহে ______ করতে সাহায্য করে
১০। পানি আমাদের দেহের ______ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে
১১। শীতের সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু ______ জমে থাকতে দেখা যায়
১২। রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর ______ জমে
১২। বাষ্প থেকে ______ পরিণত হওয়াকে ঘনীভবন বলে
১৩। তরল থেকে বাষ্পে পরিণত হাওয়াকে ______ বলে
১৪। ______ তাপ দিলে তা পানিতে পরিণত হয়
১৫। পানিতে তাপ দিলে তা ______ বাষ্পে পরিণত হয়
১৬। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তার ______ পানিতে পরিণত হয়
১৭। পানিকে ঠান্ডা করলে তা ______ কঠিন বরফে পরিণত হয়
১৮। বৃষ্টির পর ______ পানি জমে থাকতে দেখা যায়
১৯। ______ জলীয়বাষ্প আছে
২০। ______ সাহায্যে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটে
২১। ______ প্রধান দেশে মেঘ থেকে তুষার পরে
২২। মাটিতে সোষীত পানি ______ পানি হিসেবে জমা থাকে
২৩। বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি ______ হয়
২৪। পানি দূষণ ______ জন্য ক্ষতিকর
২৫। ______ পানি পান করে মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়
২৬। ডায়রিয়া কলেরা ______ রোগ
২৭। কৃষিতে ______ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে
২৮। রান্নাঘরের ______ নালার ও টয়লেটে বর্জ্য এবং তা থেকে বিরত থাকতে হবে
২৯। সমুদ্রসৈকতে পড়ে থাকা ময়লা ______ আমরা পানি পরিষ্কার রাখতে পারি
৩০। খাল-বিল কিংবা নদীতে ______ ময়লা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি
৩১। সুস্থ থাকার জন্য মানুষের ______ পানি প্রয়োজন
৩২। পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থা হল পানি ______
৩৩। ______ হল ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা
৩৪। ছাকন প্রক্রিয়ায় প্রাপ্ত পানি ______ নয়
৩৫। পাত্রে রেখে দিলে পানি জমলে উপর থেকে পরিষ্কার পানি ঢেলে নেওয়া হলো ______
৩৬। পানিকে জীবাণুমুক্ত করার জন্য একে ______ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হয়
৩৭। ______ পানি ছাকন ছিটানো ও রাসায়নিক প্রক্রিয়ায় নিরাপদ করা যায় না
৩৮। পানি বিশুদ্ধকরণ ______ মিশিয়ে প্রাণী নিরাপদ করা যায়
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পানি নিরাপদ করতে মেশানো হয় এমন দুটি উপাদানের নাম লেখ
২। প্রচণ্ড গরমে কোন উপাদানটি উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে
৩। পানি দূষণের দুটি কারণ লেখ
৪। পানি দূষণ রোধে তোমার দুইটি পরামর্শ লেখক
৫। কৃষিকাজে কোন পদক্ষেপ গ্রহণ করলে পানি দূষণ প্রতিরোধ করা যায়
৬। পানি বিশুদ্ধকরণে দুইটি প্রক্রিয়ার নাম লেখ
৭। পানির অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে
৮। পানি দূষণ প্রতিরোধে একটি করণীয় লিখ
৯। পানি বিশুদ্ধকরণ কি
১০। দুইটি পানিবাহিত রোগের নাম লেখ
১১। তোমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে প্রকৃতির কোন উপাদান গ্রহণ করবে
১২। বন্যা বা জলোচ্ছ্বাস এর সময় কিভাবে পানি বিশুদ্ধ করবেন
১৩। পুকুরের পানি থেকে কিভাবে নিরাপদ পানি পাবে
১৪। পানিচক্রের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিসে পরিণত হয়
১৫। উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে
১৬। বরফ কে তাপ দিলে পানি হয় পানি কে তাপ দিলে কি হয়
১৭। উদ্ভিদ দেহে কত ভাগ পানি
১৮। মানব দেহে কত ভাগ পানি থাকে
১৯। পানি কি জীবাণুমুক্ত করার জন্য কত মিনিট ধরে ফুটাতে হবে
২০। নিরাপদ পানি কি
২১। পানিকে জীবন মুক্ত করে নিরাপদ করার সবচেয়ে ভালো উপায় কি
২২। বাষ্পীভবন কি
২৩। বৃষ্টির পর মাটিতে জমে থাকা পানি কিছুক্ষণ পরে কোথায় যায়
২৫। কোন প্রক্রিয়ায় জলীয়বাষ্প মেঘে পরিণত হয়
২৬। পানি বিশুদ্ধকরণে দুইটি রাসায়নিক পদার্থের নাম লেখ
২৭। ঘনীভবন কাকে বলে
২৮। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের পৌঁছার জন্য উদ্ভিদের প্রয়োজন
২৯। নিরাপদ পানির প্রয়োজনীয়তা কি
৩০। পানির দুটি উৎসের নাম লেখ
৩১। পানি শোধন এর দুটি উপায় লেখ
৩২। প্রকৃতির কারণে পানি দূষণ কে কি বলে
বড় প্রশ্ন
১। পানি বাহিত দুটি রোগের নাম লেখ। পানি দূষণ রোধে তুমি কি করবে সে সম্পর্কে চারটি বাক্য লিখ।
২। পানিচক্র কি চারটি বাক্যে পানিচক্র ব্যাখ্যা করো।
৩। নিরাপদ পানি কি। নিরাপদ পানির দুটি উৎসের নাম লেখ। পরিশোধন এর তিনটি পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৪। মানব দেহে কত ভাগ পানি। পানির তিনটি বৈশিষ্ট্য কি কি। মানবদেহের জন্য প্রাণীর তিনটি কাজ লেখ।
৫। চারা গাছে কত ভাগ পানি থাকে। চারা গাছে পানি কাজে লাগে এমন চারটি দিক উল্লেখ করো।
বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর
১।
২।
৩।
৩য় অধ্যায়
৩য় অধ্যায়